প্রকাশিত: Sat, Nov 11, 2023 11:35 PM
আপডেট: Wed, Apr 30, 2025 12:10 AM

[১] ৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে সিল মারা সেই আজাদ কারাগারে

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর: [২] লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ব্যালট  পেপারে নৌকা মার্কায় অনবরত সিল মারায় অভিযুক্ত আজাদ হোসেনকে শনিবার  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দ্রগঞ্জ আমলী আদালতের বিচারক বেলায়েত হোসেন জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] আদালতের জিআরও শরীফ উল্যাহ বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ আজাদকে আদালতে তোলা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৪] শুক্রবার ভোরে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদের বাড়ি থেকে পুলিশ পরিচয় আজাদকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে আজাদ পুলিশের কাছে ছিলেন বলে দাবি করেন তার বড় ভাই যুবলীগনেতা আলমগীর হোসেন।

 [৫] আজাদ চন্দ্রগঞ্জ থানা ও দিঘলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি। দলীয় শৃঙ্খলাভঙ্গ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। 

 [৬] ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজাদ ব্যালট বইয়ে নৌকায় মার্কায় অনবরত সিল মারেন। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় হয়।

[৭] এ ঘটনাকে কেন্দ্র করে গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে পৃথকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

[৮] তদন্ত শেষে ইসিসহ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। সম্পাদনা : মুরাদ হাসান